
খাঁটি ঘী-এর আছে বিস্ময়কর কিছু গুন; যা শরীরের জন্য দারুন উপকারী। এটি স্যাচুরেটেড ফ্যাট বা সম্পৃক্ত চর্বির উৎস।এতে প্রচুর পরিমানে ভিটামিন এ, ডি, ই ও কে আছে। যেটি স্বাস্থ্য ভালো রাখতে গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করে।
ঘী ডায়াবেটিকস রোগী ও চর্মরোগের জন্য অনেক অনেক উপকারী। এছাড়াও হাড় মজবুত ও ত্বক সুন্দর করে।
ঘী আমাদের পাকস্থলির হজম ক্ষমতা বাড়ায়। স্টোমাক অ্যাসিডের ক্ষরণ বাড়াতেও বিশেষ ভূমিকা রাখে। নিয়মিত ঘী খেলে তাই বদ-হজম এবং গ্যাস হওয়ার প্রবণতা কমে। কারণ ঘী যে কোনো ধরনের রিচ খাবারকে দ্রুত হজম করাতে সক্ষম।
এখনি আমাদের থেকে সুসাস্থ্যকর ঘী অর্ডার করুন।
Reviews
There are no reviews yet.